Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতি শুক্রবার রাতে বিমানবন্দর সড়কে যান চলাচল সীমিত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৩ ১৪:৪২

ঢাকা: আগামী ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দর সড়কে গাড়ি চলাচল সীমিত থাকবে।

মঙ্গলবার (২৮ মার্চ) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের কাজ চলছে। এই কাজের প্রয়োজনে বিমানবন্দর সড়ক ব্যবহারের দরকার হবে। এ কারণেই ২৪ জুন পর্যন্ত মোট ১৭ রাত যান চলাচল সীমিত রাখতে হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের প্রয়োজনে বিমানবন্দর মহাসড়কে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গাড়ি চলাচল সীমিত থাকবে। যাত্রীদের সময় নিয়ে যাত্রার অনুরোধ রইল।

গণবিজ্ঞপ্তির তথ্য হিসেব করলে, ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত সময়ের মধ্যে ১৭টি শুক্রবার রয়েছে। এই ১৭ রাতে ৭ ঘণ্টা করে ওই পথে যান চলাচল সীমিত থাকবে।

সারাবাংলা/এসবি/এমও

টপ নিউজ বিমানবন্দর যান চলাচল সড়ক ও জনপথ অধিদফতর