লেপার্ড-২ ট্যাংকের প্রথম চালান ইউক্রেনে
২৮ মার্চ ২০২৩ ১৪:১১ | আপডেট: ২৮ মার্চ ২০২৩ ১৪:৫২
বহুল প্রতীক্ষিত লেপার্ড-২ ট্যাংকের প্রথম চালান ইউক্রেনে পাঠিয়েছে জার্মানি। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। ইউক্রেনে ইতোমধ্যে চ্যালেঞ্জার-২ ট্যাংক পাঠিয়েছে যুক্তরাজ্য।
প্রথম চালানে ইউক্রেনে ১৮টি যুদ্ধ প্রস্তুত ট্যাঙ্ক পাঠানো হয়েছে। এর আগে এই ট্যাংকগুলো পরিচালনার জন্য ইউক্রেনীয় ক্রুদের প্রশিক্ষণ দেওয়া হয়।
জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস জানান, তিনি নিশ্চিত যে যুদ্ধের সম্মুখভাগে এই ট্যাঙ্কগুলো নির্ধারক অবদান রাখতে পারবে।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য পশ্চিমা মিত্রদের কাছে ট্যাংক চেয়ে আসছিলেন ইউক্রেনের কর্মকর্তার। ইউক্রেনে যুদ্ধে সবচেয়ে উপযোগী ট্যাংক জার্মানির তৈরি লেপার্ড-২ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে জার্মানি শুরুতে এই ট্যাংক ইউক্রেনে পাঠানোর ব্যাপারে দ্বিধায় ছিল। কিন্তু পশ্চিমা মিত্রদের চাপে শেষ পর্যন্ত গত জানুয়ারিতে ইউক্রেনে লেপার্ড-২ ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নেয় জার্মানি। একইসঙ্গে যুক্তরাষ্ট্রও ইউক্রেনে এম-১ আব্রাম ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নেয়।
সারাবাংলা/আইই