জ্বালানিতে ভর্তুকি রাখার পক্ষে নসরুল হামিদ
২৭ মার্চ ২০২৩ ২১:০৯
ঢাকা: একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখা দরকার বলে মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, আমরা এখনো পুরোপুরি ভর্তুকি উঠিয়ে নেওয়ার জন্য প্রস্তুত নই। আমাদের ১২ লাখের বেশি ডিজেল পাম্প রয়েছে। যাতে প্রচুর ভর্তুকি দিতে হয়। এর মধ্যে সারে দিতে হয় ৭০-৮০ ভাগ। সরকারের এই ভর্তুকি থেকে যদি আমরা বেরিয়ে যাই তাহলে কৃষিপণ্যের দাম অনেক গুণ বেড়ে যাবে।
সোমবার (২৭ মার্চ) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আয়োজিত ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এখনই ভর্তুকি থেকে বের হওয়া সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জ্বালানি খাতে যোগ্য লোকবলের সংস্থান একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন প্রচুর ইনফ্রাস্টাকচার হচ্ছে। কোভিড ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে এনার্জি ইকোনমিকের ভূমিকা দিন দিন বাড়ছে।’
নসরুল হামিদ বলেন, ‘রিসার্চের মাধ্যমে অনেক দেশ হাইড্রোজেন এনার্জিতে ধাবিত হচ্ছে। তবে ফসিল ফুয়েল এখনো কন্টিনিউ করছে। যদিও আগামী ৩০ থেকে ৩৫ বছরের আগে ফসিল ফুয়েল থেকে বের হওয়া সম্ভব না। যারা নবায়নযোগ্য জ্বালানির কথা বলছে, তারাই কিন্তু ফসিল ফুয়েলে ফিরে আসছে। সুতরাং আমাদের মতো দেশে রিসার্চটা করতে হবে বিশদভাবে। হাইড্রোকার্বন ইউনিটের সেই রিসার্চটা করার সু্যোগ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ ছিল যে, বেজলোডে কত দ্রুত যেতে পারব। ইতোমধ্যে বিদ্যুৎ বেজলোডে দাঁড়িয়ে গেছে। আগামী দুয়েক বছরের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার চলে এলে সেটা আরও শক্ত অবস্থানে পৌঁছাবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার, বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, জ্বালানি বিভাগের সচিব খায়রুজ্জামান মজুমদার।
সারাবাংলা/জেআর/পিটিএম