Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর বাটা সিগন্যালে ভবনে আগুন, ঘটনাস্থলে ১০ ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৩ ২০:১৮ | আপডেট: ২৭ মার্চ ২০২৩ ২১:৩৯

ঢাকা: রাজধানীর বাটা সিগন্যালে একটি ভবনে আগুন লেগেছে। ৯ তলা বিশিষ্ট ভবনের ৫ তলায় আগুন লাগে। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কন্ট্রোল রুম আগুন লাগার খবরটি পায়। এরপর ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়।

আগুন লাগার পরপরই বন্ধ  করে দেওয়া হয়েছে শাহবাগ থেকে সায়েন্সল্যাবগামী সড়কের যান চলাচল।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এলিফেন্ট রোডের সেলটেক সিয়েরা কম্পিউটার সিটি ভবনের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পকিছুক্ষণের মধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে এখনও পর্যন্ত আগুনের সূত্রপাত এবং হতাহতের সংখ্যা সম্বন্ধে কিছু জানা যায়নি।

এদিকে, অগ্নিকাণ্ডের সূত্রপাতের পরপরই শাহবাগ থেকে সায়েন্সল্যাবগামী সড়ক বন্ধ করে দেওয়া হয়। ফলে শাহবাগ-সায়েন্সল্যাবসহ আশেপাশের এলাকায় তীব্র যান ও জনজটের সৃষ্টি হয়েছে। সায়েন্সল্যাবগামী কিছু যানবাহন নিউ মার্কেট রোডে ঘুরিয়ে দিয়ে কাঁটাবন থেকে সায়েন্সল্যাব পর্যন্ত রাস্তা ফাঁকা করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/আরআইআর/একে

আগুন টপ নিউজ ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর