Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাততলা বস্তিতে আগুন: ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেবে মেয়র আতিক

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৩ ১৩:১৯ | আপডেট: ২৭ মার্চ ২০২৩ ১৩:২৩

ঢাকা: মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে পাচঁ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (২৭ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেকগুলো টিনশেড ঘর পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর মেয়র আতিকুল ইসলাম সার্বক্ষণিক তদারকি করেছেন। তিনি ইতোমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পাচঁ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন।

এ ছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের নির্দেশও দেন তিনি।

সারাবাংলা/আরএফ/ইআ

আগুনে ক্ষতিগ্রস্ত আর্থিক সহায়তা সাত তলা বস্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর