মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৩ ০৮:৪০ | আপডেট: ২৭ মার্চ ২০২৩ ০৯:১৬
২৭ মার্চ ২০২৩ ০৮:৪০ | আপডেট: ২৭ মার্চ ২০২৩ ০৯:১৬
ঢাকা: রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
সোমবার (২৭ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে আগুন লাগার সংবাদ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানতে পারে বলে জানান প্রতি ডিউটি অফিসার রাফি আল ফারুক।
ফায়ার সার্ভিসের এই ডিউটি অফিসার বলেন, ‘আজ সকাল ৬টা ৪৭ মিনিটে আমরা মহাখালী সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার পর আমাদের ৯টি ইউনিট এখন পর্যন্ত ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।’
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত আমাদের কাছে হতাহতের কোনো খবর আসেনি।
সারাবাংলা/এসবি/এমও