স্বাধীনতা দিবসে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৫
২৬ মার্চ ২০২৩ ১৯:২২
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে একটি সরকারি কলেজে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।
রোববার (২৬ মার্চ) দুপুরে বোয়ালখালী উপজেলায় স্যার আশুতোষ সরকারি কলেজে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত হোসেন তারেক, যুগ্ম আহ্বায়ক মাহিম উদ্দিন, জাহেদ হোসেন, মিঠু, আলতাফ হোসেন হৃদয় ও শুভ দাশ।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন সুমন জানিয়েছেন, আহত পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আলতাফ ও শুভকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজ কর্তৃপক্ষ আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেয়া নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। অনুষ্ঠানের শেষপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা লোহার রড, লাঠি, কিরিচ নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিবদমান একপক্ষের নেতা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরফাত হোসেন তারেক সাংবাদিকদের বলেন, ‘অনুষ্ঠানে কোনো পক্ষের কাউকে বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু একপক্ষ বক্তব্য দেওয়ার চেষ্টা করলে আমরা বাধা দিই। তারা আমাদের দু’জন কর্মীকে তুলে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। আমরা ওদের ছাড়াতে গিয়ে হামলার শিকার হয়েছি।’
অপরপক্ষের নেতা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আলম ইরফান বলেন, ‘স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বানচাল করতে ওরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে।’
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক সারাবাংলাকে বলেন, ‘কলেজ ছাত্রলীগের দু’পক্ষে মারামারি হয়েছে। তবে অনুষ্ঠান বন্ধ হয়নি। ক্যাম্পাসে পুলিশ আছে। এখন কোনো সমস্যা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সারাবাংলা/আরডি/একে