Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণতন্ত্রহীনতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৩ ১৪:৫৫

ঢাকা: বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘আমাদের নতুন করে শপথ নিতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। আমাদের যে অর্থপাচার হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিতে হবে। আমাদের কমিউনিস্ট পার্টি এই শপথ নিয়েই স্বাধীনতা দিবস উদযাপন করছে।’

রোববার (২৬ মার্চ) সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় দলের সভাপতি মো. শাহ আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রুহিন হোসেন বলেন, ‘এখনও আমরা গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা নির্মূল করতে পারিনি। লুটপাটতন্ত্র এখন জেঁকে বসেছে। দেশের সম্পদ অনবরত পাচার হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন যুদ্ধ করি তখন জানতাম পাকিস্তান দেশ একটা, কিন্তু অর্থনীতি ছিল দুইটা। আমাদের এখানকার জনগণ যে সম্পদ উৎপাদন করত তা বিদেশে পাচার হত, বিশেষ করে পশ্চিম পাকিস্তানে। আগে পশ্চিম পাকিস্তানে সম্পদ পাচার হত, এখন বিদেশে বিভুঁইয়ে সম্পদ পাচার হচ্ছে।’

স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের দেশের সাধারণ মানুষের কৃষক, শ্রমিক সমাজের উন্নতি হয়নি জানিয়ে বাম এই নেতা বলেন, ‘প্রবাসীরা দেশকে উন্নতির দিকে নিয়ে গেছে। তাদের মূল্যায়ন নেই। তাই আজ সময়ে এসেছে লুটেরা, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে এবং ভোটাধিকার নিশ্চিতের জন্য সংগ্রাম করতে হবে।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

আমাদের সংগ্রাম গণতন্ত্রহীনতা সিপিবি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর