মার্চের প্রত্যেকটা দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্রমন্ত্রী
২৬ মার্চ ২০২৩ ১৩:৪৮
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মার্চের প্রত্যেকটা দিনকেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করে থাকি। স্বাধীনতা দিবস ও তার আগে ২৫ মার্চ। ২৫ মার্চ কালো রাত্র গণহত্যা দিবস হিসেবে আমরা পালন করে আসছি। আমরা সারাবিশ্বের কাছে আজ গণহত্যা দিবস হিসেবে পরিচিতি লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
রোববার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর যেখানে গণহত্যা হয়েছে। এরমধ্যে নৃশংস গণহত্যা বাংলাদেশেই হয়েছে। যেখানে ছয় ঘণ্টার মধ্যে কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল।’
তিনি বলেন, ‘সেদিন (১৯৭১ সালের ২৫ মার্চ) রাতেই বারোটা এক মিনিটে বঙ্গবন্ধুর সেই ঘোষণাটি এলো, যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি।’
তিনি আরও বলেন, ‘একইসঙ্গে বঙ্গবন্ধুকে যারা খুন করেছিলেন, তাদেরও আমরা বিচারের মধ্যে এনে শাস্তির ব্যবস্থা করেছি। কয়েকজন এখনও পালিয়ে বেড়াচ্ছে। তাদেরও অচিরেই ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে। ফিরিয়ে এনে তাদেরও ফাঁসির রায় কার্যকর করা হবে।’
সারাবাংলা/ইউজে/এমও