Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৩ ১০:১১

ঢাকা: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা।

স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতারা এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, হাবীন-উন-নবী খান সোহেল, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য নাজিম উদ্দীন আলম, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ অনেকে।

সারাবাংলা/এজেড/এমও

জাতীয় স্মৃতিসৌধ বিএনপির শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর