Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাধীনতা বিরোধীরাই বধ্যভূমি দখল করছে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৩ ১৪:৫৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বেদখল বধ্যভূমিগুলো উদ্ধার করে স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যেগ নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, ‘আমি প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করেছি যাতে পাহাড়তলী বধ্যভূমিকে সম্প্রসারিত করে এমনভাবে ঢেলে সাজানো যায় যাতে জনগণ এখানে এসে মুক্তিযুদ্ধে চেতনার উপলব্ধি নিতে পারে।’

বিজ্ঞাপন

শনিবার (২৫ মার্চ) সকালে নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে গণহত্যা দিবস উপলক্ষে শহিদদের স্মৃতি স্মরণ করে মেয়র এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতি রক্ষার্থে চট্টগ্রামের বধ্যভূমির সম্প্রসারণ চেয়ে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘হীনস্বার্থে ভূমিখেকোরা জায়গা দখল করতে করতে পাহাড়তলী বধ্যভূমিকে সংকুচিত করে ফেলেছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই ষড়যন্ত্র মেনে নেবো না এবং এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের নিয়ে গণ-আন্দোলন গড়ে তুলব। চট্টগ্রামের অন্য যেসব বধ্যভূমি বেদখল হয়ে আছে সেগুলোও উদ্ধার করে স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নিতে হবে।’

স্বাধীনতাবিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, ‘এই বধ্যভূমিতে অসংখ্য নিরীহ বাঙালিকে হত্যা করা হয়েছে। স্বাধীনতাবিরোধীরা দেখো, পাকিস্তান আজ দেউলিয়াত্বের পথে৷ আর বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই এখন বধ্যভূমি দখল করছে, ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করছে৷ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এই হায়েনাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, লড়তে হবে মুক্তিযুদ্ধের চেতনার সরকারকে টিকিয়ে রাখতে।’

বিজ্ঞাপন

এসময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, মো. জহুরুল আলম জসিম, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইসমাইল, আবুল হাসনাত মো. বেলাল, মোঃ আবদুস সালাম, পুলক খাস্তগীর, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/এমও

বধ্যভূমি স্বাধীনতা বিরোধী স্বাধীনতাবিরোধী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর