Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণহত্যা দিবস’ আন্তর্জাতিকভাবে স্বীকৃতির আহ্বান প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৩ ১৪:৪৪ | আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১৪:৫১

ঢাকা: বিশ্ব সম্প্রদায়ের কাছে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শহীদের রক্ত বৃথা যায় না। আজ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। লাখো শহীদের কাছে, জাতির পিতা বঙ্গবন্ধুর কাছে এটাই আমাদের অঙ্গীকার।’

শনিবার (২৫ মার্চ) দুপুরে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বিজ্ঞাপন

সভায় চট্টগ্রাম-৮ সংসদীয় উপনির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সাবেক সভাপতি নোমান আল মাহমুদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। সভা শেষে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

শেখ হাসিনা বলেন, ‘সাড়ে সাত কোটি জনসংখ্যার মধ্যে ৩ কোটি মানুষ ছিল গৃহহারা। এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়। রাস্তায় রাস্তায় লাশ পড়ে ছিল। লাশ শেয়াল-কুকুরে খেয়েছে, সেটা মানুষ দেখেছে। মেয়েদের ওপর পাশবিক নির্যাতন, ক্যাম্পে ধরে নিয়ে অত্যাচার করেছে পাকিস্তানিরা। কাজেই ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাক সেটাই আমরা চাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দুর্ভাগ্য পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। ১৫ আগস্টের পরে ৩ নভেম্বর জাতির পিতার পরে ৪ জাতীয় নেতা ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমরা বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। লাখো শহীদের কাছে, জাতির পিতা বঙ্গবন্ধুর কাছে এটাই আমাদের অঙ্গীকার।’

বিজ্ঞাপন

সংসদীয় বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আমির হোসেন আমু, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, হাসনাত আবদুল্লাহ, ওবায়দুল কাদের, কাজী জাফরউল্লাহ, রশিদুল আলম ও ডা. দিপু মনি।

এছাড়া বোর্ড সভাপতির এখতিয়ারে উপস্থিত ছিলেন- দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক সায়েম খান।

সারাবাংলা/এনআর/এমও

আন্তর্জাতিক স্বীকৃতি গণহত্যা দিবস জাতীয় গণহত্যা দিবস প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর