চীন এখনও রাশিয়াকে অস্ত্র দেয়নি, বিশ্বাস বাইডেনের
আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৩ ১১:২৬ | আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১৬:১৮
২৫ মার্চ ২০২৩ ১১:২৬ | আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১৬:১৮
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী ইউক্রেনে আক্রমণ চালানোর পর চীন রাশিয়ার কাছে অস্ত্র পাঠায়নি।
কানাডা সফরকালে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। খবর এএফপি’র। বাইডেন বলেন, ‘আমি চীনকে হালকাভাবে নিই না। আমি রাশিয়াকেও হালকাভাবে নিচ্ছি না।’
বাইডেন আরও বলেন, ‘আমি গত তিন মাস ধরে শুনে আসছি যে চীন রাশিয়াকে উল্লেখযোগ্য অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। তবে আমার বিশ্বাস তারা এখনও রাশিয়াকে অস্ত্র দেয়নি। তবে এর অর্থ এই নয় যে তারা দেবে না, কিন্তু তারা এখনও দেয়নি।’
সারাবাংলা/এমও