Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানের থানচি বাজারে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৩ ১০:৪৩

বান্দরবান: বান্দরবানের থানচি বাজারে আগুনে পুড়ে গেছে ৪০টি দোকান। শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে থানচি বাজারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, থানচি বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ৪০টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস, বিজিবিসহ স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক অগ্নিকাণ্ডের সত্যাতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে ছোট-বড় প্রায় ৪০টি দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

সারাবাংলা/এমও

আগুন টপ নিউজ থানচি বাজার