Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারের প্যাঁচার দ্বীপে ২৭০ কাছিম ছানা অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৩ ০৯:২৯ | আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১১:২৭

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে ২৭০টি কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) কক্সবাজার সমুদ্র সৈকতের প্যাঁচার দ্বীপে ২-৩দিনের বয়সী কাছিম ছানাগুলো অবমুক্ত করা হয়।

সমুদ্রের বালিয়াড়ীতে মা কাছিমের পাড়া ডিম সংগ্রহের পর ৬০ থেকে ৬৫ দিন হ্যাচারিতে রেখে এসব বাচ্চা ফোটানো হয়েছিল।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের তত্ত্বাবধানে ইউএসএআইডির অর্থায়নে নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) ইকো লাইফ প্রকল্পের কাছিম হ্যাচারিতে ডিম থেকে এই বাচ্চাগুলো ফোটানো হয়।

নেকমের কক্সবাজারের ব্যবস্থাপক আবদুল কাইয়ুম জানান, কক্সবাজার সমুদ্র সৈকতের প্যাঁচার দ্বীপ, শীলখালী দ্বীপ ও শাহপরীর দ্বীপে ৩টি কচ্ছপের হ্যাচারিতে এ বছর ৭ হাজার ৫২৮টি ডিম সংগ্রহ করা হয়েছে।

সৈকতের ৫৮টি স্পটে কচ্ছপ ডিম পেড়েছে। আরও কয়েক দিন ডিম দিতে আসবে কচ্ছপ। এর মধ্যে প্যাঁচার দ্বীপে ১৮টি কচ্ছপ দুই হাজার ৩০টি ডিম, শীলখালীতে ৯টি কচ্ছপ ১ হাজার ২৩৯টি ও শাহপরীর দ্বীপে ৩১টি কচ্ছপ ৪ হাজার ২৫৯টি ডিম দিয়েছে।

সারাবাংলা/এমও

কক্সবাজার কাছিম ছানা প্যাঁচার দ্বীপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর