Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম রোজায় রাজধানীতে স্বস্তির বৃষ্টি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৩ ১৬:১৩ | আপডেট: ২৪ মার্চ ২০২৩ ১৬:৪৬

ঢাকা: রোজার প্রথম দিনেই একপশলা বৃষ্টি যেন শান্তির পরশ বুলিয়ে দিয়েছে রোজাদারদের। শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি নামে।

বিকেল ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীর মহাখালী, শাহীনবাগ, আগারগাঁও, মোহাম্মদপুর, ফার্মগেট ও গুলশান এলাকায় বৃষ্টি হচ্ছে। পুরান ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছিলো।

একপশলা বৃষ্টিতে প্রকৃতি শান্ত হয়েছে অনেকটাই। স্বস্তি নেমে এসেছে জনজীবনে।

অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা / ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

২৪ মার্চ ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫৯ মিনিটে। আর ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় দেওয়া এই পূর্বাভাসে জানানো হয়েছে সন্ধ্যা ছয়টার আগের ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ভোলায় ১২ মিলিমিটার। অধিদপ্তরের ভাষায় ’১১ – ২২ মিলিমিটার / ২৪ ঘণ্টা’ বৃষ্টিপাতকে ’মাঝারি ধরনের’ বৃষ্টিপাত বলা হয়। এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৩.৫ এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার (২ দিন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলা হয়েছে, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এনইউ

টপ নিউজ বৃষ্টি রাজধানী

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর