Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৩ ২১:৩৭

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ছাত্রীর চাচা থানায় তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত ধর্ষণকারীসহ আরও দুইজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার তিনজন হলেন উপজেলার তেওতা ইউনিয়নের মো. জামাল বাদশা (১৮), মো. রাসেল (২২) এবং মো. অভি শেখ (১৬)। এদের মধ্যে জামাল বাদশা বরংগাইল কলেজে ও অভি দশম শ্রেণিতে পড়ে এবং রাসেল নৌকা চালক।

বিজ্ঞাপন

পুলিশ, এজাহার এবং পারিবারিক সূত্রে জানা গেছে— উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে ওই ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া আসার পথে জামাল বাদশা ওই মেয়েকে প্রেম নিবেদন করে আসছিলেন। বুধবার সকাল সাতটার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই ছাত্রীকে ফুসলিয়ে তেওতা জমিদার বাড়ির একটি ভবনের ছাদে নিয়ে যান জামাল এবং তার সহযোগী রাসেল। এরপর মেয়েটিকে কুপ্রস্তাব দেন জামাল। এতে রাজি না হয়ে মেয়েটি ওই ভবনের ছাদ থেকে নেমে যাওয়ার সময় রাসেল তাকে ছুরিকাঘাত করার ভয় দেখান। এরপর জামাল মেয়েটিকে ধর্ষণ করেন। এ সময় রাসেল ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে পাহারা দেন। পরে জামাল ও রাসেল সেখান থেকে চলে যান।

এরপর বিকেলে ওই ছাত্রী আরিচাবন্দর এলাকায় বারুণী স্নান উপলক্ষে আয়োজিত মেলায় যায়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব পরিচিত অভি শেখের সঙ্গে মেয়েটি দেখা হলে তাকে কোমল পানীয় পান করানো হয়। কৌশলে ওই ছাত্রীকে নিয়ে অভি শেখ নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এসময় ওই ছাত্রী অচেতন হয়ে পড়লে অভি সটকে পড়েন। পরে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মেয়েটিকে জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে মেয়েটির চাচা বাদী হয়ে ওই তিনজন আসামিকে থানায় মামলা করেন। এরমধ্যে জামালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, রাসেলের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা এবং অভির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর-এ আলম বলেন, ‘এ ঘটনায় দুপুরে ওই তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া জেলা সদর হাসপাতালে মেয়েটির স্বাস্থ্যগত পরীক্ষা করা হয়েছে।’

শুক্রবার আসামিদের আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

সারাবাংলা/একে

ধর্ষণ মামলা শিবালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর