মহান স্বাধীনতা দিবসে বাংলা একাডেমির কর্মসূচি
২৩ মার্চ ২০২৩ ২১:০৯
ঢাকা: গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বাংলা একাডেমি।
বৃহস্পতিবার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো বাংলা একাডেমির উপপরিচালক মোহম্মদ আকবর হোসেনের সই করা বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে— ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত হত্যাযজ্ঞে শহিদ স্মরণে শনিবার (২৫ মার্চ) বিকেল ৫ টায় বিশেষ মোনাজাত। রোববার (২৬ মার্চ) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।
এ ছাড়া সোমবার (২৭ মার্চ) সকাল ১১ টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
বক্তব্য দেবেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনাল্স-এর বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলা একাডেমির সচিব এ.এইচ.এম. লোকমান।
সারাবাংলা/এজেড/একে