Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরোয়া বৈঠক থেকে গ্রেফতার কেন— ডিএমপিকে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৩ ১৪:০৯

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টায় প্রতিনিধি দলটি বৈঠক করতে ডিএমপিতে যায়। প্রায় ৪০ মিনিট বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘ঢাকা মহানগরে আমাদের নেতাকর্মীদের বাসায় গিয়ে পুলিশ হয়রানি করছে ও গ্রেফতার করছে। আজকের বৈঠকে আমরা এ বিষয়গুলো ডিএমপি কমিশনারকে অবহিত করেছি। সেই সঙ্গে জানতে চেয়েছি, কী কারণে এ ধরনের হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে?’

তিনি বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল— আন্ডারগ্রাউন্ড পার্টি না যে, বিএনপির কোনো বাড়িতে বা কোনো রেস্টুরেন্টে সভা করতে পারবে না। সেরকম দল তো বিএনপি না। বিএনপি বাংলাদেশের সর্ব বৃহত্তম রাজনৈতিক ও গণতান্ত্রিক দল। এটা আমরা ডিএমপি কমিশনারকে অবহিত করেছি। এভাবে যেন গ্রেফতার করা না হয়। পাশাপাশি আমরা যেটা বলেছি গ্রেফতার করার পর সরকার মহল থেকে বলা হয় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। এটা সত্য কথা না।’

আবদুস সালাম বলেন, ‘দেখা গেছে ইতোমধ্যে আমাদের যে নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, তারা সবাই জামিনে আছে। যে সমস্ত মামলা সরকার অবৈধভাবে অন্যায়ভাবে দিয়েছে, তারপরও সেগুলো মামলার হাইকোর্ট ও জজকোর্ট থেকে জামিন নেওয়া হয়েছে।’

আব্দুস সালাম বলেন, ‘সরকার গণতন্ত্রের কথা বলছে, রাজনৈতিক সুযোগ-সুবিধার কথা বলছে। আর এখন নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে কাবু করার জন্য, ঘরে ঢোকানোর জন্য বিএনপি বেছে বেছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করছে। এটা তো হতে পারে না। আমরা এটার প্রতিবাদ করেছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা নির্বিঘ্নে ইফতার মাহফিলগুলো করতে চাই । এ ব্যাপারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যতটুকু পুলিশের সহযোগিতা দরকার, সেই সহযোগিতা আমরা চাই। কোথাও যাতে অন্যায়ভাবে কোনো গ্রেফতার না হয়, সে ব্যাপারে ডিএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা তার কাছ থেকে নিরপেক্ষ আচরণ আশা করি, সেটা তাকে বলেছি।’

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘ডিএমপি কমিশনার খুব আন্তরিকতার সহকারে বলেছেন, ‘‘আপনারা আমাদের অবহিত করবেন। কোনো সমস্যা হবে না। সেটা আমি দেখব’’। গ্রেফতারের ব্যাপারে বলেছেন, ‘‘আমরা শুনেছি, জেনেছি। আমরা এ ব্যাপারে দেখব ভবিষ্যতে যেন এমন না হয়”।’

তিনি বলেন, ‘সার্বিক ব্যাপারে আমরা সব তুলে ধরেছি। ডিএমপি কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন। এ বিষয়গুলো তিনি দেখবেন এবং দেখার ব্যবস্থা করবেন।’

বিএনপির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং উত্তর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

সারাবাংলা/এজেড/ইআ

টপ নিউজ ডিএমপি বিএনপি

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর