Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে সুপ্রিম কোর্টের নতুন সময়সূচি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৩ ১৩:২০ | আপডেট: ২৩ মার্চ ২০২৩ ১৬:২৪

হাইকোর্ট

ঢাকা: পবিত্র রমজান উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের অফিস ও আদালতে কার্যক্রমের জন্য নতুন সময়সূচি ঠিক করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে পৃথক পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে আপিল বিভাগের অফিসের সময়সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজানে সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত রোববার থেকে বৃহস্পতিবার অফিসের কার্যক্রম সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।

তবে আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগের সময়সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

সারাবাংলা/কেআইএফ/ইআ

রমজানের সময়সূচি হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর