Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজি চালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৩ ১২:০৮

ময়মনসিংহ: ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গৌরীপুরের বেলতলিতে ট্রাকের চাপায় সিএনজি’র চালকসহ ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিন জন।

বুধবার (২২ মার্চ) রাতে উপজেলার সিধলা ইউনিয়েনের চরপাড়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গৌরিপুরের সিধলা ইউনিয়নের বেলতলী দক্ষিণপাড়া এলাকার রশিদের ছেলে সিএনজি চালক হুমায়ুন কবির (২০) ও অপররজন একই এলাকার মধ্যপাড়া গ্রামের আব্দুর সাত্তারের ছেলে রুবেল মিয়া (৩২)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাতে নেত্রকোনার শ্যামগঞ্জ মধ্যবাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিএনজিচালক হুমায়ুন, রুবেল এবং আহত সাইদুল, কালাচাঁন, শামছুসহ পাঁচজন সিএনজি করে শ্যামগঞ্জের উদ্দেশে রওয়ানা হন। ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের সিধলা ইউনিয়নের চরপাড়া মাদরাসা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন মারা যায়।

গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ‘ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করা হয়েছে।’

সারাবাংলা/এমও

ট্রাকচাপা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর