Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মির্জা ফখরুল বিএনপির অবৈধ মহাসচিব’

ঢাবি করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৩ ২১:১৮ | আপডেট: ২৩ মার্চ ২০২৩ ০৯:২৯

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘অবৈধ মহাসচিব’ আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব সরকারের পদত্যাগ দাবি করেন। তিনি তো নিজেই বিএনপির অবৈধ মহাসচিব। তার নিজেরই তো পদত্যাগ করা উচিত। বিএনপির একটি কনস্টিটিউশন আছে। কনস্টিটিউশনে কোথায় লেখা আছে ১২ বছর ধরে মহাসচিব থাকা যাবে?

বুধবার (২২ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নাকি গণতন্ত্র ধ্বংস করেছি। ভুয়া ভোটার তালিকা করে প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে তোমরা গণতন্ত্রকে কবর দিয়েছো। বিএনপির হাতে এই দেশ আর যাবে না। এই দেশ মেরামত করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা তাদের হাতে এই বাংলাকে ফিরিয়ে দেবে না।’

বিএনপির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন এসে গেছে নীরব পদযাত্রায়। পদযাত্রা থেকে দাঁড়িয়ে গেছে মানববন্ধনে। এখন বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে। সামনেও যায় না, পেছনেও যায় না। ডানেও যায় না, বামেও যায় না।’

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। ওই ভূত আর বাংলাদেশ গ্রহণ করবে না। আজ আমরা অ্যামেরিকার অ্যাম্বাসেডরকে বলে এসেছি, ইট ইজ নট পসিবল টু রিটার্ন টু কেয়ারটেকার গভর্নমেন্ট।’

এ সময় ওবায়দুল কাদের বিএনপির অবস্থাকে শিল্পাচার্য জয়নুল আবেদীনের একটি চিত্রকর্মের সঙ্গে তুলনা করে বলেন, ‘শিল্পাচার্য জয়নুল আবেদীনের কাদায় পড়া গরুর গাড়ি নিয়ে একটা চিত্রকর্ম আছে। বিএনপি অবস্থা কাদায় আটকে পড়া জয়নুলের গরুর গাড়ির মতোই। নড়েও না, চড়েও না।’

বিজ্ঞাপন

শেখ হাসিনাকে হতাশ না করার আহ্বান জানিয়ে ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নেত্রী অনেক আশা করে, অনেক যাচাই বাছাই করে কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ ছাত্রলীগের কমিটি দিয়েছে। তোমরা তাকে হতাশ কোরো না। আমি আশা করি, অনতিবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আমি পরিষ্কার বলতে চাই, পূর্ণাঙ্গ কমিটি করতে খারাপ ছেলে-মেয়েদের দরকার নেই। যাদের নামে বদনাম, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক আর সিট বাণিজ্যের অভিযোগ তাদের পরিহার করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বঙ্গবন্ধু হঠাৎ করে বেরিয়ে আসা কোনো নেতা নন। স্বাধীনতা স্বপ্নে প্রদত্ত কোনো মহৌষধ নয়। প্রেমপত্র লেখার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা আসেনি। কোনো শান্তিচুক্তির মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা আসেনি। আমাদের স্বাধীনতা এসেছে বঙ্গবন্ধুর নির্দেশনায় বাঙালির অস্ত্র হাতে তুলে নেওয়ার মধ্য দিয়ে। মিত্রবাহিনীর সহযোগিতার মধ্য দিয়ে।’

তিনি বলেন, ‘দীর্ঘ ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছি আমরা। শত্রু-মিত্র আপনাদের চিনতে হবে। যদি আপনারা ব্যর্থ হন, তবে আমাদের জন্য মহাবিপর্যয় অপেক্ষা করছে। এটাই স্বাভাবিক। বিএনপির নেতাকর্মীরা বাকস্বাধীনতার কথা বলেন আজ। ক্ষমতায় থাকাকালে আমাদের কথা বলতে দেননি। পার্টির অফিসের সামনে আমাদের দাঁড়াতে দেননি। আমাদের টুঁটি চেপে ধরেছেন। মায়ের সামনে মেয়েকে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করেছেন। আমাদের চোখ উপড়ে ফেলেছেন। কোথায় সে তারেক রহমান? কেন পালিয়ে গেলেন? ষড়যন্ত্র করে শেখ হাসিনার বাংলাদেশে কোনো লাভ হবে না।’

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সদস্য তারানা হালিম প্রমুখ।

সারাবাংলা/আরআইআর/পিটিএম

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর