Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সব জায়গায় অব্যাহতি দিলে, কর কোথা থেকে আসবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৩ ১৫:৩৬

ঢাকা: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আমরা সব সময় কর নেট বৃদ্ধির কথা বলি, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা কর দিতে চায় না। এটাই বাস্তবতা। সবাই করের আওতায় না এলে কর নেট বৃদ্ধি কীভাবে হবে? ব্যবসায় লাভ করছে, কিন্তু কর দিতে সমস্যা কোথায়? সব জায়গায় অব্যাহতি দিলে কর কোথা থেকে আসবে।

বুধবার (২২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর যৌথ উদ্যোগে ‘২০২৩-২৪ প্রাক-বাজেট আলোচনা’য় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডিসিসিআই সভাপতি সামীর সাত্তারের সঞ্চালনায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) উপস্থিত ছিলেন।

সালমান এফ রহমান বলেন, ‘আমদের ট্যাক্স নেট ও জিডিপি বাড়াতে হলে অটোমেশনের বিকল্প নেই। তবে কাঠামোগত কিছু সমস্যা আছে, তা হচ্ছে পরোক্ষ করের নির্ভরশীলতা। এটা কমাতে হবে। আমাদের প্রত্যক্ষ কর বাড়াতে হবে।’

তিনি বলেন, ‘এখনও রাজস্ব আদায়ে কাস্টমসের নির্ভরতা বেশি, এটা কমাতে হবে। যদি ২০১৪ সালে ভ্যাট আইন বাস্তবায়ন করা যেত, তাহলে এই সেক্টর নিয়ে এত প্রশ্ন উঠতো না, কর আইন আরও সহজ করতে হবে।’

সালমান এফ রহমান বলেন, ‘মুদ্রাস্ফীতি বিশ্বব্যাপী সমস্যা। রিজার্ভের সমস্যা সমাধানে আমরা আমদানি কমাতে সক্ষম হয়েছি। জুনে রিজার্ভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, বাংলাদেশ শ্রীলংকা হবে, আইএমএফ ঋণ দেবে না ইত্যাদি আশঙ্কা করেছিলেন অনেকে। কিন্তু আইএমএফ থেকে ঋণ পাওয়া গেছে। প্রথম দফায় ঋণ ছাড়ও হয়েছে। ব্যাংক সুদের হার সীমা তুলে দেওয়া হচ্ছে। ম্যাক্রো ইকোনমিতে চ্যালেঞ্জ রয়েছে। আমরা সঠিক পথেই আছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পুঁজিবাজার চাঙ্গা করতে বন্ড মার্কেটকে অগ্রাধিকার দিতে হবে। সব পণ্যে প্রণোদনা দিতে হবে। আমরা অনেক দেশ, এমনকি অনেক উন্নত দেশের তুলনায় ভালো আছি। বেসরকারি খাতের সহযোগিতায় আমরা অনেক ভালো পজিশনে আছি। কৃষি, প্রবাসী আয় ও রফতানি খাতের কারণে আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পেরেছি।’

সারাবাংলা/জিএস/ইআ

টপ নিউজ প্রাক-বাজেট আলোচনা সালমান এফ রাহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর