Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তান-পাকিস্তানে ভূমিকম্পে ১২ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৩ ১০:৩০ | আপডেট: ২২ মার্চ ২০২৩ ১৪:২১

পাকিস্তান ও আফগানিস্তানে ভূমিকম্পে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় ভূমিকম্পটি আঘাত হানে।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের জুর্ম উপত্যকা। এই অঞ্চলটি বরাবরই ভূমিকম্পপ্রবণ এলাকা। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে ভারত, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখিস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান এবং তুর্কমেনিস্তানের ১ হাজার কিলোমিটার এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়েছে।

বিজ্ঞাপন

কাবুলের বাসিন্দা খাতেরা বার্তাসংস্থা এএফপিকে ভূমিকম্পের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘এটি একটি ভয়ঙ্কর কম্পন ছিল। আমি আমার জীবনে আগে কখনও এমন কম্পন অনুভব করিনি।’

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া উপত্যকা অঞ্চলে ইতোমধ্যে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আফগানিস্তানে আরও তিনজন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে। এএফপির খবরে বলা হয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী লাঘমান প্রদেশে নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

ভূমিকম্পের সময় অনেক পরিবার পারস্য নববর্ষ বা নওরোজ উদযাপনের জন্য তাদের বাড়ির বাইরে ছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দুর্যোগ মোকাবিলা সংশ্লিষ্ট সংস্থাগুলো জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের জুনে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৫.৯ মাত্রার ভূমিকম্পে হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

সারাবাংলা/আইই

টপ নিউজ ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর