Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বতন্ত্র ও স্বাধীন পিডি নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৩ ১৯:৫৯

ঢাকা: প্রকল্পে স্বস্তন্ত্র ও স্বাধীন পিডি (প্রকল্প পরিচালক) নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাকে পিডি হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া যাবে না। এক্ষেত্রে কোনো দায়িত্ব সঠিকভাবে পালন হয় না।

মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পের মাধ্যমে যাতে শুধু দালান তৈরি না হয়। সেদিকে নজর রাখতে হবে। কেননা বিল্ডিং তৈরির পর দেখা যায় লোকবল নেই, যন্ত্রপাতি নেই। ফলে বিল্ডিং কোনো কাজে লাগে না। ভবিষ্যতে এসব কাজ করা যাবে না।’ এছাড়া দেশীয় মাছ চাষে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, ‘পিরানহা ও আফ্রিকান মাগুরের মতো মাছ চাষ বাদ দিয়ে দেশীয় পুটি, খোলসা, টেংরা ও চিংড়ি চাষ বাড়াতে হবে। চিংড়ি ঘেরে যদি বালু পড়ে তাহলে বালু অপসারণ বা অন্য কোনো কিছু চাষ করতে হবে। জমি পতিত রাখা যাবে না। উৎপাদন বাড়াতে উদ্যোগ নিতে হবে।’

এদিকে, উন্নয়ন প্রকল্পে বিদেশি গাড়ি না কিনে প্রগতির গাড়ি ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘প্রগতির জিপ ব্যবহার করলে দেশীয় কোম্পানি লাভবান হবে। এখন থেকে দারিদ্র দূরীকরণ না বলে বলতে মানবসম্পদ উন্নয়ন। নেতিবাচক শব্দ ব্যবহার বাদ দিতে হবে।’ প্রধানমন্ত্রী ডাল চাষ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে একটু বেড়েছে। মার্চেও বাড়বে। তার পর কমে যাবে। রোজার আগে অনেকে তেল, ডাল, পেঁয়াজ ও চিনি মজুত করে রাখে। যার কারণে দাম বাড়ে, প্রভাব পরে মূল্যস্ফীতিতে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কার্তিক ও চৈত্র মাসে আমাদের দেশে খাবারের ঘাটতি দেখা দেয়। ফলে একটু সংকট থাকে। তবে বোরো ধান , রেমিট্যান্স ও রির্জাভ ভালো থাকলে আমাদের কোনো চিন্তা নেই। এ সবই এখন ভালোর পথে।’

সারাবাংলা/জেজে/পিটিএম

একনেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর