Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৩ ১৮:১০

ঢাকা: সিলেটে চলছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। এই সিরিজের মাঝে প্রথম ওয়ানডে ম্যাচ শেষে সাকিব ঢাকায় আসেন নিজের গ্র্যাজুয়েশনের সমাবর্তন অনুষ্ঠানে। এবার সিলেট থেকে ঢাকায় উড়ে এলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হতে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বলাকা কার্যালয়ে বিমান বাংলাদেশ সাকিবকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে। এ সময় বিমান বাংলাদেশ এবং সাকিবের মধ্যে একটি চুক্তি সই হয়।

বিজ্ঞাপন

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় বিমানের এমডি বলেন, ‘আমরা মানসম্মত সেবা প্রদানে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাব। সাকিব আল হাসান বিমানের বিশ্বমানের সেবা ও শ্রেষ্ঠত্ব সারাবিশ্বের কাছে তুলে ধরবেন। আশা করি, এই চুক্তির মাধ্যমে বিমান আরও সামনে এগিয়ে যাবে এবং বহির্বিশ্বে আরও সুনাম অর্জন করবে।’

সারাবাংলা/এসজে/পিটিএম

টপ নিউজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর