Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৩ ১৫:০৮

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় শফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম করিমগঞ্জ উপজেলার পিটুয়া এলাকার বাসিন্দা দ্বীন ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে শফিকুল ইসলাম প্রায়ই কুপ্রস্তাব দিতেন। ২০২১ সালের ২০ আগস্ট রাতে ভুক্তভোগী স্কুলছাত্রী ঘর থেকে বের হয় টয়লেটে যায়, বের হওয়ার পর শফিকুল তার মুখ চেপে ধরে একটি ঝোপে নিয়ে ধর্ষণ করেন। টয়লেট থেকে ঘরে ফিরতে দেরি হওয়ায় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে তার কান্নার শব্দ শুনে এগিয়ে গেলে তাকে ঝোপে পড়ে থাকতে দেখেন পরিবার। এ সময় শফিকুলকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগীর মা বাদী হয়ে এ ঘটনার পরের দিন শফিকুল ইসলামকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা করেন। আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট এম এ আফজল ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম পলাশ।

সারাবাংলা/ইআ

যুবকের যাবজ্জীবন স্কুলছাত্রীকে ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর