Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৩ ১২:২০

ঢাকা: রাজধানীর মুগদায় সিএনজি পাম্পে ট্রাকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন। নিহতের নাম সাদ্দাম হোসেন (২৫)। তিনি ওই ট্রাকে সহকারীর কাজ করতেন।

মঙ্গলবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে মুগদা স্টেডিয়ামসংলগ্ন বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে ট্রাকটি গ্যাস নিচ্ছিল। পাশে দাঁড়িয়ে ছিল চালকের সহযোগী। এমন সময় ট্রাকের গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে সাদ্দামের শরীর প্রায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকটির সিলিন্ডারে গ্যাসের প্রেসার অনেক বেশি হয়ে গিয়েছিল অথবা সিলিন্ডারটি মেয়াদউত্তীর্ণ ছিল। বিস্তারিত জানার জন্য কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

টপ নিউজ ঢাকা মেডিকেল কলেজ যুবকের মৃত্যু সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর