Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রী নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছেন’

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৩ ২২:৫৯

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, নার্সিং পেশা অত্যন্ত সম্মানজনক। এই পেশাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছেন। শুধু তাই নয়, বর্তমান সরকারের আমলে ৩০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। দেশে খুব শিগগিরই আরও ৩ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে। বিদেশেও নার্সদের চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণ করা গেলে দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে।

বিজ্ঞাপন

সোমবার (২০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বিএসসি নার্সিং- ১২তম ব্যাচের ক্যাপিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপাচার্য।

অনুষ্টানে নার্সদের উদ্দেশ্যে অধ্যাপক ডা. শারফুদ্দিন বলেন, ‘রোগীকে নিজ পরিবারের সদস্য ভেবে ইমপ্যাথি দিয়ে সেবা দিতে হবে। নার্সদেরকে তিনটি কাজ অবশ্যই করতে হবে। তা হলো প্রতিদিন সকালে হাসিমুখে রোগীদের খোঁজ-খবর নেওয়া, রোগীর শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণসহ কিছু প্রয়োজনীয় বিষয় দেখা এবং রোগীদের একটু বসিয়ে নিজ হাতে ওষুধ খাইয়ে দেওয়া।’

সভাপতির বক্তব্যে নার্সিং পেশার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা উল্লেখ করেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক।

তিনি বলেন, ‘নার্সিং পেশায় পিএইচডি ডিগ্রী চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান ও প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ নার্সিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/একে

নার্সিং পেশা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর