Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিপণের টাকা না পেয়ে স্কুল ছাত্রকে হত্যা, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৩ ২১:৫১

সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুরে মুক্তিপণের টাকা না পেয়ে রিদয়ান ইসলাম (৮) নামের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ মার্চ) এই তিন জনকে গ্রেফতার করা হয়।

নিহত রিদয়ান শাহজাদপুরের হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের গ্রামের মো. মমিরুল ইসলামের ছেলে। সে নগরডালা বাজারের হাবিবুল্লাহ কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

আসামিরা হলো- উপজেলার রতনকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে সাগর (১৯), আব্দুল জলিল ভক্তের ছেলে নাঈম হোসেন (২০) ও জিগারবাড়িয়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সাখাওয়াত (১৯)।

পুলিশ ও নিহতের জানায়, শুক্রবার (১৭ মার্চ) বিকেলে রিদয়ান বাড়ির পাশে খেলছিল। হঠাৎ করেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে অপরিচিত একটি নম্বর থেকে ফোন দিয়ে অপহরণকারীরা শিশুটির পিতা মমিরুলের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। ওই দিন রাতেই মমিরুল ইসলাম পুত্র রিদয়ানকে বাঁচাতে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠায়। এরপর থেকেই অপহরণকারীদের ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন শনিবার সকালে মমিরুল সন্দেহের ভিত্তিতে তিন জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পর দিন রোববার (১৯ মার্চ) রাতে অপহরণকারী তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী সোমবার সকালে আসামিদের সঙ্গে নিয়ে উপজেলার পোতাজিয়া দহবিল ঘাসের জমি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। রিদয়ানের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা আইনে মামলা দায়ের হয়েছে। নিহতের বাবা মমিরুল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ বলেন, ‘শিশুটিকে অপহরণের অভিযোগ পেয়ে রোববার রাতে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী আমরা লাশ উদ্ধার করি। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

সিরাজগঞ্জ স্কুলছাত্র হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর