Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইউরোপ-আমেরিকার চেয়ে বাংলাদেশ ভালো আছে’

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৩ ২১:৩৬

চট্টগ্রাম ব্যুরো: বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে ইউরোপ-আমেরিকার চেয়ে বাংলাদেশ ভালো আছে বলে মনে করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

সোমবার (২০ মার্চ) বিএনপির শাসনামলে সংঘটিত ‘কৃষক হত্যা দিবস’ উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কৃষক লীগ আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম আমিন বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনীতি আজ টালমাটাল। আমেরিকা, সুইজারল্যান্ডে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা ইউরোপ-আমেরিকা। কিন্তু বাংলাদেশ ভালো আছে, বাংলাদেশে ব্যাংক বন্ধ হচ্ছে না, এটা একমাত্র সম্ভব হয়েছে, কারণ আমাদের একজন শেখ হাসিনা আছেন। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের জন্যই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাই আমাদের সাহস, তিনিই আমাদের অনুপ্রেরণা। আধুনিক, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা মার্কা ভোট দিয়ে শেখ হাসিনাকে চতুর্থবারের মতো বিজয়ী করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করতে হবে।’

উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর হোসেনের সঞ্চালনায় সমাবেশে সংসদ সদস্য নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি আতাউল করিম আতিক, সাইফুদ্দিন সিদ্দিকী, প্রদীপ দাশ, মোহাম্মদ শাহজাহান, নুরুল আবছার বক্তব্য দেন। সমাবেশ শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়।

সারাবাংলা/আইসি/পিটিএম

আমিন ইউরোপ-আমেরিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর