Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে বাসের ধাক্কায় পিকআপের ৩ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৩ ২০:২৪ | আপডেট: ২০ মার্চ ২০২৩ ২২:৫৬

ঢাকা: দিনাজপুরে পণ্যবাহী পিকআপে বিআরটিসি বাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের দরবাপুর নামকস্থানে দিনাজপুর-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মঞ্জিল হক দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহত তিন জন হলেন- চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর সাতনালা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ফয়জার রহমান (৩০), রানীরবন্দর গ্রামের সামসুল রহমানের ছেলে মো. সোহান (২৫) ও রানীরবন্দর গ্রামের লিয়াকত আলীর ছেলে মোস্তাকিম (২৮)।

স্থানীয়দের বরাত দিয়ে মো. মঞ্জিল হক বলেন, ‘বিআরটিসির একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। সন্ধ্যার দিকে দশমাইলের দরবারপুর নামকস্থানে বিপরীত দিক থেকে আসা পুরাতন ব্যাটারিভর্তি একটি পিকআপ ভ্যানকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালকসহ তিন জন নিহত হন।’

দুর্ঘটনায় বিআরটিসি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ দিনাজপুর বাস

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর