রুমায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬
২০ মার্চ ২০২৩ ১৮:৩৫ | আপডেট: ২০ মার্চ ২০২৩ ১৮:৪১
বান্দারবান: জেলার রুমা উপজেলা দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
সোমবার (২০ মার্চ) দুপুর দেড় টার দিকে উপজেলার বগা লেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলী ছয় জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে রুমা রেমাক্রি প্রাংশা ইউপির থেইক্যং পাড়ার বাসিন্দা হামনয় কারবারির দুই মেয়ে লিম ময় বম (৩৭) ও ভারকিম বম (৪২) রয়েছে। এছাড়া বাকিরা হলেন- একই পাড়ার সংখুভ বমের মেয়ে লাল সিয়াম বম (১৬), নেমখুভ বমের মেয়ে নুন থার ময় বম (৩৭) ও জিং হোম বম (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমা বাজার থেকে একটি ট্রাক বগালেক যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে গেলে ঘটনাস্থলেই চার জন নিহত হয়। এ সময় অন্তত ১২ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে দু’জনের মৃত্যু হয়।
রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ পর্যন্ত ছয় জন নিহতের তথ্য পেয়েছি। এ ঘটনায় ১০ জনের মতো আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
এদিকে, রুমা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বামংপ্রু বলেন, ‘রুমায় সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।’
সারাবাংলা/পিটিএম