কক্সবাজারে সাবমেরিন ঘাঁটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৩ ১৬:৩৮ | আপডেট: ২০ মার্চ ২০২৩ ১৮:৩৭
২০ মার্চ ২০২৩ ১৬:৩৮ | আপডেট: ২০ মার্চ ২০২৩ ১৮:৩৭
ঢাকা: কক্সবাজারে বোনৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সাবমেরিন ঘাঁটির উদ্বোধন ঘোষণা করেন তিনি।
কক্সবাজারে সাবমেরিন ঘাঁটির কার্যক্রম শুরুর মধ্য দিয়ে সামরিক সক্ষমতায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। দেশের ইতিহাসে প্রথম এই সাবমেরিন ঘাঁটিতে এরই মধ্যে বেশ কিছু অবকাঠামো তৈরি করা হয়েছে।
২০১৭ সালে সাবমেরিন যুগে প্রবেশের পর কর্ণফুলী নদীর ঈশা খাঁ নৌঘাঁটিতে রাখা হতো বানৌজা ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ নামে সাবমেরিন দু’টি। কিন্তু এর নিরাপত্তা ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণের স্বার্থেই বিশেষায়িত ঘাঁটির প্রয়োজন ছিল। সেই জায়গা থেকে প্রায় ৭০০ একর জায়গা নিয়ে তৈরি হয়েছে সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা।
সারাবাংলা/এনআর/ইআ