বগালেকে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ নারীর মৃত্যু
২০ মার্চ ২০২৩ ১৬:০৫ | আপডেট: ২০ মার্চ ২০২৩ ১৬:০৬
বান্দরবান: রুমা উপজেলার বগালেকের কমলা বাজার এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে ৪ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২০ মার্চ) দেড়টার দিকে বগালেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান , দুপুরে রুমা উপজেলার ২নং রুমা সদর ইউনিয়নে বগালেক পাড়া উপরে উঠার সময় রুমা বাজার থেকে একটি ট্রাক বগালেক যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নারীর মৃত্যু হয়।
এছাড়া গাড়িতে থাকা আরও ১২ জন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নারী নিহত হয়েছে। এ ঘটনায় ১২ জনের মতো আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলা যাবে।’
সারাবাংলা/এমও