Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে জাল নোটের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৩ ২১:২৪

ঢাকা : সাধারণত রমজান মাসে অন্য যে কোনো সময়ের তুলনায় ব্যবসায়িক লেনদেন বৃদ্ধি পায়। ফলে এ সময়ে নোট জালকারী চক্রের অপতৎপরতাও বেড়ে যায়। এ অবস্থায় আসন্ন রমজানে মাসে নোট জালকারী চক্র যেন সুযোগ নিতে না পারে সে জন্য দেশের ব্যাংকগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ভিডিও চিত্র রমজান মাসে ঢাকা শহর এবং বাংলাদেশ ব্যাংকের শাখাগুলোর নির্ধারিত সূচি অনুযায়ী বগুড়া জেলাসহ অন্যান্য বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল, রাস্তার মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে ১ ঘণ্টা করে প্রচার করতে হবে। দেশের ব্যাংকগুলোর শাখায় গ্রাহকদের জন্য স্থাপিত টিভি মনিটরগুলোতে ভিডিও চিত্রটি পুরো ব্যাংকিং সময়ে প্রদর্শন করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংকের শাখাগুলোতে উচ্চ মূল্যমানের নোট গ্রহণ ও প্রদানকালে এবং এটিএম মেশিনে টাকা ফিডিংয়ের পূর্বে আবশ্যিকভাবে জাল নোট শনাক্তকারী মেশিন দ্বারা নোট পরীক্ষা করতে হবে। রমজান মাস শেষ হওয়ার পর ১০ কর্ম দিবসের মধ্যে আলোচিত নির্দেশনা পরিপালনের স্বপক্ষে একটি সচিত্র প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগে জমা দিতে হবে।

সারাবাংলা/জিএস/একে

জাল নোট বাংলাদেশ ব্যাংক রমজান মাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর