Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বর্তমান সরকার শিক্ষায় বেশি গুরুত্ব দিয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৩ ২০:৫৩

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক ব‌লে‌ছেন, উন্নত শিক্ষা দেশ ও জাতিকে এগিয়ে নিতে পারে। সেজন্য বর্তমান সরকার শিক্ষায় বেশি গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত।

রোববার (১৯ মার্চ) বিকে‌লে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার ‌পিতলগঞ্জ এলাকায় আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড ক‌লে‌জে বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতা, পুরস্কার বিতরণ ও ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠা‌নে অন্যান্যের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন- রূপগঞ্জ উপ‌জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হা‌রেজ, রূপগঞ্জ ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মোহাম্মদ সালাউ‌দ্দিন ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য শীলা রানী পাল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সা‌বেক সহ-সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া, শিক্ষাপ্রতিষ্ঠানটির প‌রিচালক ম‌নিরুল হক ম‌নির এবং অধ্যক্ষ ফের‌দৌস আরা খান প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী বীর প্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর