Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলেই মন্ত্রী-এমপি হতে পারছি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৩ ২০:৫১

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক ব‌লে‌ছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিলেন বলেই আমরা দেশ পরিচালনা করতে পারছি, মন্ত্রী-এমপি হতে পারছি। আপনাদের সঙ্গে বসে কথা বলতে পারছি; শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে মানুষ বসবাস কর‌তে পার‌ছে। দেশ স্বাধীন না হলে, পাকিস্তান থাকলে এর কোনো কিছুই হ‌তো না।

রোববার (১৯ মার্চ) দুপু‌রে রূপগঞ্জ উপ‌জেলার ‌পিতলগঞ্জ এলাকায় ক্লাব প্রি‌মিয়াম আশালয় লি‌মি‌টেডের ক্লাব হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নামফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা ব‌লেন।

বিজ্ঞাপন

ক্লাব প্রি‌মিয়াম আশালয় লি‌মি‌টেডের সহ-সভাপ‌তি স্কোয়াড্রন লিডার (অব.) এ এ এম এম সামসুজ্জাহান শামসের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন- বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফের‌দৌসী আলম নীলা, ক্লাব প্রি‌মিয়াম আশালয় লি‌মি‌টেডের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, আশালয় প্লট মা‌লিক সোসাই‌টির সভাপ‌তি ব্যা‌রিস্টার ওমর ফারুক চৌধুরী, ক্লাব প্রি‌মিয়াম আশালয় লি‌মি‌টেডের ম‌হিলা বিষয়ক সম্পাদক ড. সীমা ইসলাম, যুগ্ম-সাংগঠ‌নিক সম্পাদক লায়ন অ্যাড‌ভো‌কেট কাজী আশরাফুল হক জু‌য়েল প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

গোলাম দস্তগীর গাজী টপ নিউজ বঙ্গবন্ধু বীর প্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর