Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৩ ১৮:৩৪ | আপডেট: ২০ মার্চ ২০২৩ ০৯:২৭

ঢাকা: ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মে (শুক্রবার) নেওয়া হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসি জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দেশের সব বিভাগীয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বছরের ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী।

সারাবাংলা/একে

প্রিলিমিনারি পরীক্ষা বিসিএস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর