Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস খাদে পড়ে নিহত আরও ২ জনের পরিচয় শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৩ ১৮:২৮

ঢাকা: মাদারীপুর শিবচড়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতরা হলেন আলহাজ্ব আলী আকব্বর (৭৫) ও মিনহাজ বিশ্বাস (২০)

রোববার (১৯ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেলে এসে স্বজনরা মৃতদেহ শনাক্ত করেন।

আলী আকব্বরের মৃতদেহ শনাক্ত করেন ভাতিজা সার্জেন্ট জাহিদুল ইসলাম। তিনি জানান, তাদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার কুমলাই গ্রামে। তার চাচা এলাকাতে একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। বর্তমানে অবসরে ছিলেন।

তিনি জানান, গ্রামের বাড়ি থেকে মেয়ে জামাই জাহাঙ্গীর হোসেন (৩৬) কে স্েগ নিয়ে চোখের ডাক্তার দেখাতে ঢাকায় আসছিলেন। এ সময় দুর্ঘটনার কবলে পড়েন। আহত জাহাঙ্গীর শিবচরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে মিনহাজের চাচাতো ভাই সাব্বির হোসেন মৃতদেহ শনাক্ত করেন। তিনি জানান, মিনহাজের বাবার নাম মিজানুর রহমান বিশ্বাস, গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পুরান মানিকদা গ্রামে।

মিনহাজ ইমাদ পরিবহনের সুপারভাইজর ছিলেন। দুই ভাই এক বোনের মধ্যে মিনহাজ ছিল ছোট।

সারাবাংলা/এসএসআর/একে

ঢাকা মেডিকেল নিহত বাস খাদে

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর