Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৩ ১৭:৫৭ | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ২০:৫৪

ঢাকা: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

রোববার (১৯ মার্চ) সকালে দুর্ঘটনাটি ঘটে।

নিহতের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন গোপালগঞ্জ জেলার পরিবার পরিকল্পনার উপ-পরিচালক অনাদি রঞ্জন মজুমদার (৫৫), মাসুদ হোসেনের মেয়ে সুইটি আক্তার (২৫), নওশের আলী শেখের ছেলে সমীর শেখ (২০), কাঞ্চন শেখের ছেলে কাদির শেখ (৪০), বনগ্রামের শামসুল শেখের ছেলে মোসতাক আহমেদ (৪০), ইসমাইল হোসেন (৫৫), তৈয়ব আলীর ছেলে মো. হেমায়েত হোসেন (৩০), নড়াইলের বকুল শিকদারের ছেলে ফরহাদ শিকদার (৪০), ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভাগের ছাত্রী আফসানা মিমি (২৪) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিউটি আক্তার (২১) বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি।

শিবচর হাইওয়ে পুলিশের ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা আপাতত ১৯ জন। বিস্তারিত পরে জানা জানানো হবে।

পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছি।

সারাবাংলা/একে

পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে বাস খাদে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর