‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারাবার শক্তি বাংলাদেশে নেই’
১৯ মার্চ ২০২৩ ১৭:৪৫ | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১৭:৫৫
ঢাকা: নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা সব ষড়যন্ত্র গুঁড়িয়ে সব অপশক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রুখব। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে অন্য কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশে নেই আওয়ামী লীগকে হারায়।
রোববার (১৯ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘অনেকে ইতিহাসের মহানায়কের সঙ্গে ইতিহাসের ফুটনোটের তুলনা করেন। ইতিহাসের ফুটনোট আর ইতিহাসের মহানায়ক এক কথা নয়। স্বাধীনতা ঘোষণার পাঠক আর স্বাধীনতার ঘোষক এক কথা নয়। পাঠক অনেকেই ছিলেন। আবুল কাশেম সন্দ্বীপ, মরহুম এম এ হান্নান- তারাও ছিলেন ঘোষণার পাঠক। কিন্তু ঘোষক ছিলেন না। ঘোষণা দেওয়ার বৈধ অধিকার বঙ্গবন্ধু ছাড়া আর কারও ছিল না। সত্তরের নির্বাচনে বাংলার জনগণ বিপুল ভোটে বঙ্গবন্ধুকে বিজয়ী করে স্বাধীনতা ঘোষণার বৈধ অধিকার তাকেই একমাত্র দিয়েছিল। যে অধিকার বলে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’
বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাসবিকৃতকারীরা এখনো ষড়যন্ত্র করছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘সকল অপশক্তির হোঁতা বিএনপি বাংলাদেশকে ফের পাকিস্তান বানাতে চায়। বাংলাদেশকে সাম্প্রদায়িক জঙ্গিবাদে ফিরিয়ে নিতে চায়। বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে আজ আমাদের শপথ নিতে হবে- প্রিয় মাতৃভূমিকে আর ওই মৃত্যু উপতক্যায় আমরা যেতে দেব না। আমাদের এই মাতৃভূমিকে সাম্প্রদায়িকতার লীলাভূমিতে পরিণত হতে দেব না। আমাদের মাতৃভূমিকে জঙ্গিবাদী শক্তির কাছে ফিরিয়ে দেব না। আমাদের মাতৃভূমিকে আমরা অর্থপাচারকারীদের হাতে তুলে দিতে পারি না। বিশ্বচ্যাম্পিয়ন দুর্নীতিবাজদের কাছে তুলে দিতে পারি না। আমাদের মাতৃভূমিকে গণতন্ত্র হত্যাকারীদের হাতে ফিরিয়ে দিতে পারি না।’
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ইস্পাত কঠিন মনোবল নিয়ে লড়াকু মানসিকতা নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যে পতাকা বঙ্গবন্ধু রেখে গেছেন, যে মুক্তির স্বপ্ন দেখে গেছেন; সেই পতাকা হাতে আমরা এগিয়ে যাব শেখ হাসিনার নেতৃত্বে, মুক্তির সোনালি দ্বীপ অভিমুখে বঙ্গবন্ধুর সোনার বাংলায় বিভোর হয়ে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের নানা চিত্র তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা কেন এত জনপ্রিয়। বঙ্গবন্ধুর সেই স্বল্প আয়ের দেশকে তিনি আজকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। সেটাই আজ শেখ হাসিনার অপরাধ? আমাদের শক্তি বঙ্গবন্ধুর সততা, শেখ হাসিনার সততা। আমাদের শক্তি বঙ্গবন্ধুর সাহস, শেখ হাসিনার সাহস। এই সাহস আর সততার শাণিত হাতিয়ার নিয়ে অপশক্তির বিরুদ্ধে লড়ব।’
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যৌথভাবে সভা পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম। সভায় কেন্দ্রীয় নেতারাসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা বক্তব্য দেন।
সারাবাংলা/এনআর/পিটিএম