Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাত্তরের পরাজিত শক্তি বিএনপির নেতৃত্বে: মির্জা আজম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৩ ১৫:৫১

জামালপুর: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছে। বিএনপি চায় দেশকে পিছিয়ে দিতে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে।’

রোববার (১৯ মার্চ) দুপুরে জামালপুরের এসএম সিনিয়র মাদরাসা মাঠে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদারগঞ্জ শহর আওয়ামী লীগ এই সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

মির্জা আজম বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমীন ১৯৭১ সালে মহান স্বাধীনতার যুদ্ধের সময় ঠাকুরগাঁও জেলা পিস কমিটির নেতা ছিলেন। দেশ স্বাধীনের পর তিনি ভারতে পালিয়েছিলেন।’

মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনিসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা।

সারাবাংলা/এমও

বিএনপি মির্জা আজম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর