Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমার অনুসন্ধান’ বইয়ের পাঠ উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৩ ১৪:২৬ | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১৪:৩০

ঢাকা: অনুসন্ধানী সাংবাদিক হায়দার আলীর বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন সংবলিত গ্রন্থ ‘আমার অনুসন্ধান’ এর প্রথম খণ্ড পাঠ উন্মোচিত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর মিলনায়তনে গ্রন্থটির পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়।

বইটির লেখক হায়দার আলী বলেন, ‘বইটিতে পাঠকরা পাবেন দুর্দান্ত সব অনুসন্ধানী প্রতিবেদন। যা পড়ে দেশের অনুসন্ধানী সাংবাদিকরা নিজেদের আরও সমৃদ্ধ করে গড়ে তুলতে পারবেন। সেই সঙ্গে এই বইটি নতুন প্রজন্মকে অনুসন্ধানী সাংবাদিকতা শেখাতে ও চর্চা করতে ব্যাপকভাবে উৎসাহিত করবে।’

তিনি জানান, বইটিতে রয়েছে জুলুমবাজ-অর্থলোভী প্রশাসনিক কর্মকর্তা, আমলা, ব্যাংক লুটেরা, প্রতারক, সন্ত্রাসী, গডফাদার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, এমনকি এমপি-মন্ত্রীদের অপকর্ম নিয়ে একের পর এক দুঃসাহসিক সব অনুসন্ধানী প্রতিবেদন। মানবিক সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্বীকৃতপ্রাপ্ত হায়দার আলীর সাড়া জাগানো ‘বিরল ভালোবাসা’ প্রতিবেদনও রয়েছে এ গ্রন্থে।

রাজপথেই এক নাটকীয় ঘটনার সূত্র ধরে অনুসন্ধান করে হায়দার আলী দারুণ হৃদয়স্পর্শী এই প্রতিবেদনটি করেন। এই প্রতিবেদনের মাধ্যমে ভিখারি রমিজা পান নতুন জীবনের সন্ধান আর রিপোর্টার হায়দার আলী পান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিরল পুরস্কার, স্বীকৃতি আর একটি একান্ত সাক্ষাৎকার।

হায়দার আলী বর্তমানে কালের কণ্ঠ’র উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ হায়দার আলী লাভ করেন ইউনেস্কো-বাংলাদেশ জার্নালিজম অ্যাওয়ার্ড। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দাসত্বের জীবন নিয়ে আলোচিত আন্তর্জাতিক অনুসন্ধান করে পান মালয়েশীয় প্রেস ইনস্টিটিউটের বিশেষ পুরস্কার।

বিজ্ঞাপন

হায়দার আলী ১৯৭৬ সালের ২৩ মে ঢাকার শ্যামলীতে জন্মগ্রহণ করেন।

সারাবাংলা/ইউজে/একে

আমার অনুসন্ধান মোড়ক উন্মোচন হায়দার আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর