Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে মারিউপোলে গেলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৩ ১৪:৩৯ | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১৭:২১

শনিবার ক্রিমিয়া সফর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর তিনি এক আকস্মিক সফরে ইউক্রেন থেকে দখল করা মারিউপোলে উপস্থিত হন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারির দুই দিন পর মারিউপোল সফরে যান পুতিন।

ক্রেমলিনের প্রেস সার্ভিসের বরাত দিয়ে রোববার সকালে রুশ বার্তাসংস্থা তাস এবং রিয়া নভোস্তিসহ একাধিক বার্তাসংস্থা এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিনের সঙ্গে পুতিন হেলিকপ্টারে করে মারিউপোলে পৌঁছেছেন।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন মারিউপোলে নতুন আবাসিক জেলা, সামাজিক ও শিক্ষাগত সুবিধা, আবাসন এবং কমিউনিটি পরিষেবা অবকাঠামো, চিকিৎসা প্রতিষ্ঠান ইত্যাদি নির্মাণসহ পুনরুদ্ধার প্রচেষ্টার অগ্রগতি পরিদর্শন করতে শহরের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন। তিনি ইয়ট ক্লাব, থিয়েটার এলাকায় উপকূলরেখাসহ শহরের অন্যান্য স্মরণীয় স্থানেও ভ্রমণ করেছেন।

মারিউপোল আজভ সাগরের একটি বন্দর শহর। ইউক্রেনে সামরিক অভিযানের পর এই শহরটি দখল করে রাশিয়া। এর আগে গত বছরের সেপ্টেম্বরে রুশ সেনা নিয়ন্ত্রিত গণভোটে মারিউপোল দোনেৎস্ক প্রদেশের সঙ্গে রাশিয়ায় যুক্ত হয়েছিল।

গত শুক্রবার পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। নেদারল্যান্ডের হেগ ভিত্তিক এ আদালত শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ‘জোরপূর্বক ইউক্রেনের নাগরিকদের (শিশুদের) নিয়ে যাওয়া এবং রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের অঞ্চলগুলো থেকে জোরপূর্বক নাগরিকদের (শিশুদের) রাশিয়ার নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে।’

বিজ্ঞাপন

গ্রেফতারি পরোয়ানা জারির দুই দিন পর মারিউপোল সফরে গেলেন পুতিন। ফলে তার এই সফর রুশ সেনাদের কাছে আলাদা গুরুত্ববহন করছে। জানা গেছে, ক্রিমিয়া ও মারিউপোলে ইউক্রেনে সামরিক অভিযানের দায়িত্বে থাকা রুশ সামরিক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন পুতিন।

সারাবাংলা/আইই

ভ্লাদিমির পুতিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর