Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল, অথচ প্রতিকার নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৩ ১৪:৩২

ঢাকা: মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল, অথচ কোনো প্রতিকার নেই।’

রোববার (১৯ মার্চ) জি এম কাদের এক শোক বার্তায় এসব কথা বলেন। তিনি মাদারীপুরের শিবচরে মারাত্মক সড়ক দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিজ্ঞাপন

শোকবার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘জীবনের যেন মূল্যই নেই। সড়ক দুর্ঘটনা রোধে কারও কোনো দায় নেই। প্রতিদিনের দুর্ঘটনা যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে যৌক্তিক সহায়তা দিতে হবে।’

এসময় আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এএইচএইচ/এমও  

গোলাম মোহাম্মদ কাদের মৃত্যুর মিছিল