নিষেধাজ্ঞায় ঘাবড়ানোর কিছু নেই, র্যাবের উদ্দেশে প্রধানমন্ত্রী
১৯ মার্চ ২০২৩ ১৪:০০ | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১৪:০২
ঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এই বাহিনীর কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কিছুদিন আগে একটা দেশ র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বলে অনেকেই প্রথমে ঘাবড়ে গিয়েছিল। এখানে ঘাবড়ানোর কিছু নেই। কারণ এটা আমাদের দেশ, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। আমার দেশে যারা কাজ করে তারা কে কী করে, না করে; সেটা আমরা জানি। বিচার আমরাই করবো। কেউ যদি কোনো অপরাধ করে অবশ্যই সেটা নিজেরা বলবো। পরের কথা শুনে কেউ মন খারাপ করবেন না।’
রোববার (১৯ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদর দফতরে বাহিনীর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের টানা মেয়াদে অন্যান্য বাহিনীর মতো র্যাবকেও ত্রিমাত্রিক বাহিনী গড়ে তোলার নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘তারপরও আমাদের ওপর আরেকটা বোঝা হচ্ছে, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা সমস্যা। প্রতিনিয়ত সেখানে নানান ধরনের অপরাধও ঘটছে। এ বিষয়ে সবাইকে আরও নজর দিতে হবে। কোন দুর্ঘটনা যেন কেউ না ঘটতে পারে।’
সাইবার ক্রাইমের বিরুদ্ধে সতর্ক থেকে সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা জানি যে, দেশবিরোধী কিছু শক্তি, তারা বাংলাদেশ যত ভালো কাজই করুক না কেন তারা কিছুই চোখে দেখে না। আরেকটা শ্রেণি আছে তাদের অভ্যাসটাই হলো বিদেশিদের কাছে গিয়ে বাংলাদেশের বদনাম করা। আর এই বদনাম করে বোধ হয় তারা কিছু আর্থিক সুবিধা পায় বা অন্য কিছু সুবিধা একটা পায়। বাংলাদেশের কোন উন্নতি তো তাদের চোখেই পড়ে না। তবে আমি বলব এক্ষেত্রে কারও মনকষ্ট হওয়া উচিত না।’
‘আমরা জানি কিছুদিন আগে একটা দেশ যেহেতু র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল বলে অনেকেই প্রথমে ঘাবড়ে গিয়েছিল। প্রথমে বোধহয় সবার একটা মনটা খারাপ ছিল। এখন আর সেই চিন্তা নেই। যারা এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে বাংলাদেশের বদনাম করে, দেশের একেকটা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে, তাদেরও আমাদের চিহ্নিত করতে হবে। তারা কেন, কোন উদ্দেশ্যে করছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে’, বলেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আর যেহেতু আমি সরকারে আছি। আমি একটা কথা বলতে পারি, কে ভালো করল, কে মন্দ করল, সেটার বিচার তো আমরাই করতে পারি, করে যাচ্ছি। পৃথিবীর অনেক অনেক উন্নত দেশ করে না কিন্তু বাংলাদেশ করে। যেকোনো অপরাধের কিন্তু বিচার হয়। আমরা জানি আমাদের সেই আত্মবিশ্বাস আছে। আমরা সেই আত্মবিশ্বাস নিয়ে চলবো। কেউ যদি কোন অপরাধ করে অবশ্যই আমরা সেটা নিজেরাই বলবো। পরের কথা শুনে কেউ মন খারাপ করবেন না। নিজের আত্মমর্যদাবোধ নিয়ে চলতে হবে। আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। সেটাই হচ্ছে সব থেকে বড় কথা।’
আসন্ন রমজান উপলক্ষে মজুতদার-কালোবাজারি কেউ যাতে করতে না পারে সেদিকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি এক ইঞ্চি জমিও ফেলে না রেখে সবাইকে নিজ নিজ জায়গা থেকে চাষাবাদ করার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিজয়ী জাতি। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। উন্নয়নশীল দেশ হিসাবেই আমাদের এগিয়ে যেতে হবে। ২০২৬ সালে উন্নয়নশীল দেশে হিসাবে আমাদের যাত্রা শুরু করবো। এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। সেই প্রস্তুতি নেওয়ার জন্যই দেশে শান্তি নিরাপত্তা দরকার। দেশের উন্নয়ন দরকার।’ তাই শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা বজায় রেখে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এদেশের প্রতিটি শান্তিকামী মানুষের কাছে এলিট ফোর্সে র্যাব আজকে শান্তি নিরাপত্তার আস্থার প্রতীক হিসাবেই চিহ্নিত হয়েছে। বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে অতীতের ন্যায় ভবিষ্যতেও এই বাহিনীর সদস্যরা দায়িত্বশীল, কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।’ অবশ্যই বাংলাদেশের এই অপ্রতিরোধ্য গতিতে যাওয়া কেউ বন্ধ করতে পারবে না বলে দৃঢ়তা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাবাংলা/এনআর/এমও