Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবচরে সড়ক দুর্ঘটনায় আহত ৭ জন ঢামেকে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৩ ১২:০৭ | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১২:৪৬

ঢাকা: মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে নারীসহ ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়েছে। এদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বাকি সাতজনকে হাসপালাতে ভর্তি করা হয়েছে।

রোববার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে এ্যাম্বুলেন্সযোগে আহত-নিহতদের ঢাকায় নিয়ে আসা হয়।

নিহত দুইজনের আনুমানিক বয়স ৬০ ও ২৬ বছর। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন- বাসযাত্রী ফয়সাল আহমেদ (৩৬), আব্দুল হামিম (৫০), বদরুদ্দোজা (৩০), পঙ্কজ কান্তি ঘোষ (৪০), ঝুমা (৩৪), বুলবুল(৫০) ও এনামুল (৪০)।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, এখন পর্যন্ত ৯ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাকি সাতজনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফয়সাল আহমেদের বড় ভাই শেখ তানভির আহমেদ জানান, তাদের বাড়ি খুলনা সদর উপজেলার মিনি সুপার ট্যাংক রোডে। খুলনায় এনসিসি ব্যাংকে ডেপুটি ম্যানেজার হিসেবে চাকুরি করেন ফয়সাল। সকালে খুলনা থেকে অফিসের কাজে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি।

সারাবাংলা/এসএসআর/ইআ

টপ নিউজ সড়ক দুর্ঘটনায় আহত সড়ক দুর্ঘটনায় নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর