Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পায়ে ব্যথা পাওয়ায় অটোরিকশা চালককে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৩ ১০:৪৬ | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১১:১৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শাহীন আলম (২২) নামে এক অটোরিকশা চালককে হত্যা করেছে মাদকসেবীরা। রিকশার চাকা পায়ে লেগে ব্যথা পাওয়ার জেরে এ ঘটনা ঘটে।

রোববার (১৯ মার্চ) ভোরে হাজীপাড়ার পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শাহীন আলম বগুড়ার ধুপচাচিয়া ঘাটমাগুরার নজিবর রহমানের ছেলে। তিনি ফতুল্লার কাশীপুরের হাজীপাড়ায় থাকতেন এবং অটোরিকশা চালাতেন।

ছুরিকাঘাতে আহত ওয়ালিদ জানান, রোববার ভোরে হাজিপাড়া মাদ্রাসা সামনে দিয়ে শাহীন অটোরিকশা চালিয়ে যাবার সময় আশরাফুল নামে এক মাদকসেবীর পায়ে লেগে যায়। এতে আশরাফুল তার পায়ে ব্যথা পান। এ সময় দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আশরাফুল শাহীনকে মারধর করে। এরপর শাহীনের বন্ধুরা এসে প্রতিবাদ করলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শাহীনসহ তিনজনকে ছুরিকাঘাত করে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

সারাবাংলা/ইআ

অটোরিকশা চালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর