Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৩ ০৯:৩৫ | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১৮:০৭

মাদারীপুর: জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়েছে। এতে ঘটনাস্থলেই বাসের ১৪ জন যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালের নেওয়ার পথে আরও ২ জন মারা যান। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (১৯ মার্চ) সকালে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, ‘খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এতে আরও বহু লোক আহত হয়েছেন।’

তিনি আরও জানান, পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধারকাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

সারাবাংলা/এমও

এক্সপ্রেসওয়ে টপ নিউজ বাস দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর